ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে আয়:
বিভিন্ন দেশের লোকজন বিশেষ করে উন্নত দেশের লোকজন তাদের কাজের মূল্য কমানোর জন্য আউটসোর্সিং করে থাকে। যেমন: যুক্তরাষ্ট্রে a4 সাইজের একটি পৃষ্টা দোকান বা কারো থেকে কম্পোজ করতে কমপক্ষে ১ থেকে ৫ডলার চার্জ করবে। যদি এক ডলারও ধরা হয় তাহলে এক পৃষ্টা লেখাতে খরচ হবে প্রায় ৮০ টাকা। আর বাংলাদেশে সে একই কাজ করাতে ব্যয় হবে মাত্র ১০ থেকে ৩০টাকা। এই কাজের মূল্য কমানোর জন্য আউসোর্সিংয়ের প্রচলন। যারা
বলা বাহুল্য: freelancer.com সাইটে নিম্নে উল্লেখিত পেমেন্ট মেথড সাপোর্ট করে থাকে।
Withdrawal method:
Paypal
wire Transfer
Freelancer Debit Card
পেপাল হলো অনলাইনে অর্থ লেনদেনর দ্রুত ও সহজ মাধ্যম, কিন্তু বাংলাদেশে যেহেতু এখনও পর্যন্ত পেপাল সাপোর্ট করেনা, সেহেতু বাংলাদেশীদের জন্য ম্যানিবুকার্স হলো সব চেয়ে ভাল ও নিরাপদ মাধ্যম। অনলাইন ভিত্তিক যেকোন ব্যাংকে আপনার পেমেন্ট আনতে পারেন। আমি নিজেও আমার ইসলামী ব্যাংক একাউন্টে মাত্র কয়েক দিনের মধ্যেই পেমেন্ট নিয়ে এসেছি, আপনার যদি ম্যানিবুকার্স একাউন্ট না থাকে তাহলে এখান থেকে ক্লিক করে https://www.moneybookers.com একাউন্ট খুলে নিতে পারেন। লিংকে যাওয়ার পর sign up বাটনে ক্লিক করে যথাযথ ভাবে ফরমটি পূরণ করবেন। কারণ তারা আপনার বাড়ীর ঠিকানায় এড্রেস ভেরিফিকেশন কোড পাঠাবে, যা আপনার একাউন্ট ভেরিফিকেশনে ব্যবহৃত হইবে। তারা ক্লায়েন্টের প্রতি খুবই যত্নবান ও যেকোন পেমেন্ট সংক্রান্ত বিষয়ে তাদের সাপোর্ট সেন্টারে ম্যাসেজ দেওয়ার সাথে সাথে তারা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করে। এছাড়াও দ্রুত ব্যাংক একাউন্টে তারা পেমেন্ট পাঠায়।
এখন রিল্যান্সার ডট সাইটে কিভাবে রেজিষ্ট্রেশন করতে হয় ও তা থেকে বিড করে আয় করা যায় তা ধাপে ধাপে স্ক্রিনসট বা ছবি সহ উপস্থাপন করা হলো:
প্রথমে আপনি এই লিংকে যান- http://www.freelancer.com তারপর নিচের মত ফ্রিল্যান্সার ডট কম সাইটের হোম পেইজ দেখতে পাবন-
পেইজের ডানে উপরে sign up বাটনে ক্লিক করুন এরপর নিচের মত ছবি দেখতে পাবেন-
এরপর প্রদর্শিত পেইজটি যথাযথভাবে পূরণ করুন, পেইজের নিচে Hire and work বাটনে ক্লিক করুন, সবশেষে create account বাটনে ক্লিক করুন। এরপর নিচের মত ছবি দেখতে পাবেন-
বাঁকা লেখাটি বা ক্যাপসাটি নিচে খালি ঘরে লিখুন এরপর continue বাটনে ক্লিক করুন, এরপর নিচের মত ছবি দেখতে পাবেন-
এরপর আপনার একাউন্ট হয়ে গেল। এরপর আপনার প্রোপ্রাইল সমৃদ্ধ করুন। প্রথমে প্রোপ্রাইল অপশনের Edit skills এ ক্লিক করুন। এরপর নিচের মত ছবি দেখতে পাবেন-
এরপর ডান পার্শ্বে লাল চিহ্নিত ইউর প্রোপ্রাই অপশনের নিচের + (প্লাস) লিংকে ক্লিক করুন। এরপর নিচের মত ছবি দেখতে পাবেন-
এরপর ফরমটি যথাযথভাবে পূরণ করুন, ডানে লাল গোলচিহ্নিত বাটনে ক্লিক করে ছবি আপলোড করুন, নিজের ছবি না থাকলে আপাতত কম্পিউটার থেকে যেকোন একটি ছবি বা দৃশ্য নির্বাচন করতে পারবেন, এরপর নিচে সেইভ বাটনে ক্লিক করুন। এরপর আবার উপরের নিয়মে ইউর প্রোপ্রাই অপশনের নিচের + (প্লাস) লিংকে ক্লিক করুন এরপর নিচের মত ছবি দেখতে পাবেন-
এরপর পর যে কাজ লাল চিহ্নিত ঘরের মধ্যে কাজের ক্যাটাগরি রয়েছে, এতে আপনি যে কাজ গুলি করতে পারবেন, সে ক্যাটাগরির ডান পাশে লালগোলাকার +(প্লাস) এ ক্লিক করুন, আমি একটি ক্যাটাগরি দেখলাম, বাকি গুলি আপনারা একই পেইজে থাকা অবস্থায় একটা একটা করে প্লাস চিহ্নতে ক্লিক করুন। এখন লাল চিহ্নিত প্লাস চিহ্নে ক্লিক করার পর নিচের মত ছবি দেখতে পাবেন-
এরপর লাল চিহ্নিত বক্সের মধ্যে আপনি যে কাজগুলি করতে সক্ষম বা করতে পারবেন সে গুলির ডান পাশের চেক বক্সে টিক চিহ্ন দিন, নিচের মত ছবি দেখতে পাবেন-
এরপর নিচে সেইভ বাটনে ক্লিক করুন। এরপর নিচের মত ছবি দেখতে পাবেন, এতে সেইভ বাটনে ক্লিক করুন-
আপনি যে যে ক্যাটাগরিতে কাজ করতে পারবেন বলে টিক চিহ্ন দিয়েছিলেন তা skills-এ দেখতে পাবেন। এতে নিচে সেইভ এ ক্লিক করুন। এতে নিচের ছবির মত দেখতে পাবেন-
এরপর আবার আগের জায়গায় চলে-এতে ইউর প্রোপ্রাই অপশনের নিচের + (প্লাস) লিংকে ক্লিক করুন এরপর নিচের মত ছবি দেখতে পাবেন-
এতে ফরমটি খুবই যত্নের সহিত যথাযথভাবে পূরণ করুন। কোন ভূল তথ্য দিবেন না। এরপর নিচে সেইভ বাটনে ক্লিক করুন। এভাবে আপনার প্রোপ্রাইল যতক্ষণ ১০০% কমপ্লিট না হবে ততক্ষণ ইউর প্রোপ্রাই অপশনের নিচের + (প্লাস) লিংকে ক্লিক করে করে প্রদর্শিত পেইজ যথাযথভাবে পূরণ করবেন। যা হোক আপনার বুঝতে যদি অসুবিধার কারণে প্রোপ্রাইল ১০০% কমপ্লিট করতে নাও পারেন সমস্যা নেই। আপনি কাজে বিড করতে পারবেন। এখন একটি ডাটা এন্ট্রি কাজের বিড দেখানো হলো। এতে পেইজের উপরে মেনু বারের Browse projects ট্যাবে ক্লিক করুন এরপর নিচের মত ছবি দেখতে পাবেন-
এতে আমরা যে যে প্রজেক্টের পাশে টিক চিহ্ন দিয়েছিল তা লাল বৃত্তের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে লাল মার্কিং হয়ে দেখা যাচ্ছে, তবে টিক চিহ্ন দেওয়া প্রজেক্ট ব্যতিত অন্যকোন প্রজেক্টে বিড করা যাবেনা, অন্য প্রজেক্টে বিড করতে চান তাহলে মেনু বারের প্রোপ্রাইল ট্যাবে গিয়ে Edit skills-এ পরিবর্তন আনতে হবে।
প্রজেক্টের তালিকা থেকে যেকোন একটিতে যেগুলি আমরা সিলেক্ট করেছিলাম তা থেকে ছবিতে লাল গোল চিহ্নিত ডানে নিচের excel প্রজেক্ট ক্যাটাগরিতে ক্লিক করুন এরপর নিচের মত ছবি দেখতে পাবেন-
এতে excel ক্যাটাগরিতে যতগুলো প্রজেক্ট রয়েছে সব গুলো দেখা যাচ্ছে। উক্ত প্রজেক্টের উপর থেকে একটি একটি করে প্রজেক্টের হেডিং এর উপর মাউচ পয়েন্টার বা কার্সর নিলে প্রজেক্টের বিবরণ দেখা যাবে, এতে আপনি বিবরণ পড়ে যে প্রজেক্টটি করতে পারবেন লাল তীর চিহ্নিত হেডিংয়ের উপর ক্লিক করুন। এরপর প্রজেক্টের বিস্তারিত দেখা যাবে। নিচের ছবিতে লক্ষ্য করুন-
এই ডাটা এন্ট্রি প্রজেক্টটির বাইয়ার একজন আমেরিকান ছবিতে ডানে নিচের পাশে নিল গোলকার চিহ্নিত আমেরিকার পতাকা দেখা যাচ্ছে, যাহাতে মাউচ নিয়ে গেলে দেশের নাম দেখা যাবে। উক্ত প্রজেক্টে ৪৬জন বিড করেছে, প্রত্যেকের গড় বিড রেইট হচ্ছে ২৯৯ডলার, বায়ারের বাজেট হচ্ছে ২৫০-৭৫০ডলার, আপনি এই বাজেটের মধ্যে বিড করতে হবে, এর কম বিড করাও যাবে না আবার এর উপরেও বিড করা যাবে না। বায়ার প্রজেক্ট বিবরণীতে বলেছে তার কাছে ২৫০০০ নোটপ্যাডে কনটেন্ট বা ডাটা রয়েছে, যাহাতে রয়েছে নাম, ইমেইল এড্রেস ও ফোন নাম্বার ফ্রিল্যান্সারের কাজ হবে উক্ত ডাটা গুলি কপি করে excel শীটে যথাযথভাবে পেষ্ট করা। এখন উক্ত প্রজেক্টে বিড করতে ছবিতে ডানে উপরে নিল গোলকার চিহ্নিত Bid on this project- এ ক্লিক করুন। এই প্রজেক্টটি শুধু বুঝানোর জন্যই দেওয়া হলো, আপনি যেকোন প্রজেক্টে একই নিয়ম মোতাবেক বিড করতে পারেন।
তবে বিড করার আগে আপনাকে অবশ্যই অন্যান্য ফ্রিল্যান্সারের বিড পরিদর্শন করতে হবে অর্থাৎ যারা আপনার আগে প্রজেক্টটিতে বিড করেছেন বায়ার প্রজেক্টটি তাদের কাউকে দিয়ে দিয়েছে কিনা তা অবশ্যই দেখতে হবে। যদি প্রজেক্টটি কাউকে দিয়ে দেয় তাহলে আপনি বিড করলেও কাজ দিবেনা। উপরোক্ত বিডিং পেইজের নিচের দিকে স্ক্রল করে নামুন এবং দেখবেন বিশ্বের বিভিন্ন ফ্রিল্যান্সার বিড করেছে, যদি কারো বিড এরিয়ায় বা বিড অংশে লাল বা হলুদ চিহ্নিত মার্কিং দেখা যায় তখন বুঝতে হবে বায়ার ঐ ব্যক্তিকে কাজটি দিয়ে দিয়েছে। তখন আপনি ঐ প্রজেক্টে বিড করবেন না। এখানে বিষয় লক্ষ্য রাখতে হবে প্রজেক্টের বিড তারিখের সর্বশেষ কোন তারিখ পর্যন্ত আছে বা নিচের ছবিতে বায়ার কর্তৃক প্রদত্ত একটি প্রজেক্ট দেখানো হলো। ভালভাবে লক্ষ্য করুন বায়ার সে প্রজেক্টটি একজন Indian ফ্রিল্যান্সারকে দিয়ে দিয়েছেন যা বিডারের অংশে ব্যাকগ্রাউন্ডে হালকা লালচে দেখা যাচ্ছে। বড় করে দেখতে ছবিতে ক্লিক করুন।
এরপর যদি কাউকে প্রজেক্ট না দেয় তাহলে নিচের নিয়মে বিড করুন। নিচের ছবিতে কিভাবে বিড করতে হয় ও ম্যাসেজ লিখতে হয় দেখুন-
এতে বিড রেইট দিয়েছি ২৫০ ডলার, ডেলিভারীর সময় দিয়েছি ১০দিন, মাইলস্টোন বা অগ্রীম গ্রহণ দিয়েছি ২০%, এক্ষেত্রে আপনি কাজটি করতে বিড রেইটের কত পার্সেন অগ্রীম নিতে চান তা হলো মাইলস্টোন, তবে ২০% এর নিচে দেওয়া যাবেনা। এখন নিচে প্রজেক্টে ম্যাসেজ লিখতে হবে, খালি বক্সে লিখুন বায়ার বরাবর, যেমন- আমরা কোন কিছু পাওয়ার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান বা উপজেলা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত লিখি সে রকম একটি ব্যবহার, একটু সুন্দর করে মাধুর্য্য দিয়ে অল্প কথায় লিখতে হবে, যাতে বায়ার আকৃষ্ট হয়। যেমন- আমি এখানে লিখেছি Dear sir, I am very interesting to the project. I am skills of ms word and ms excel and experience of more 5years. So if you give me the project then I shell successfully complete it. But I don't agree to captcha work. Regards আপনার নাম ও দেশের নাম দিতে হবে। এখানে আমি ক্যাপসার কাজ করতে আগ্রহী নই বিধায় তা উল্লেখ করে দিয়েছি। আপনি ইচ্ছে করলে ক্যাপসার কাজও করতে পারেন। আপনি আপনার মত করে গঠনমূলক অল্প কথায় লিখবেন। অযাচিত কোন কিছু লিখা যাবেনা, এতে বায়ার বিরক্তবোধ করবে। এরপর নিচে একটি চেক বক্স আছে তাতে ক্লিক করলে আরেকটি খালি বক্স আসবে তাতে আপনি ইচ্ছে করলে প্রাইভেট ম্যাসেজ লিখতে পারেন, উপরোক্ত ম্যাসেজ সকলে দেখতে পাবে কিন্তু প্রাইভেট ম্যাসেজ বায়ার ছাড়া অন্য কেউ দেখতে বা পড়তে পারবে না। তাই আপনি ইচ্ছে করলে প্রাইভেট ম্যাসেজে বিড রেইট কমিয়ে দিতে পারেন ও কাজ ডেলিভারীর সময়ও কমিয়ে দিতে পারেন। তবে সেক্ষেত্রে উম্মুক্ত ম্যাসেজের লেখার শেষে ম্যাসেজ চেক করার জন্য বলে দিতে হবে, যেমন: please check to you my PM. তাহলে বায়ার প্রাইভেট ম্যাসেজ চেক করে দেখবে। কারণ যদি বেশি বিডার থাকে তাহলে বায়ার প্রাইভেট ম্যাসেজ চেক নাও করতে পারে, সেজন্য চেক করার জন্য বলে দেওয়া। সর্বশেষে বামে নিচে Place Bid এ ক্লিক করুন। এখন আপনার কাঙ্খিত প্রজেক্টটি বিড হয়ে গেল। এখন আপনার কাজ শেষ, একটু পরেই একই পেইজের নিচে অন্যান্য বিডারদের সাথে আপনার নামও দেখা যাবে। এরপর আপনি প্রতি নিয়ত ইমেইলের ইনবক্স চেক করবেন, বায়ার আপনাকে কাজটি দিচ্ছে কিনা, সাধারণত ২৪ঘন্টার মধ্যেই কাজ দিয়ে দেয়, কোন কোন ক্ষেত্রে বেশিও সময় নেয়, তবুও আপনি দু-তিন দিন অপেক্ষা করুন। এভাবে প্রত্যেকটি প্রজেক্টে বিড করুন। সিকিউরিটিজ জন্য ফ্রিল্যান্সার ডট কম কর্তৃপক্ষ সাইটের ফিচারের পরিবর্তন আনতে পারে, সেক্ষেত্রে ছবির সাথে না মিল্লেও ধীরে ধীরে চেষ্টা করুন, অবশ্যই পারবেন, বাংলাদেশের হাজার হাজার ফ্রিল্যান্সারা মাসে কয়েক হাজার ডলার আয় করছে আপনি পারবেনা কেন, অবশ্যই পারবেন, কাজ শিখুন, লেগে থাকুন ও চেষ্টা করতে থাকুন। দেখবেন একদিন সফলতা আসবেই।
Some Freelance Marketplace:
No comments:
Post a Comment