1.10.14

Easy Earn from bangla bloging

ব্লগিং করে আয় করার কৌশল
ব্লগিং একটি সৃজনশীল পেশা। নিজের জ্ঞান, অভিজ্ঞতা, কৌশল, এক কথায় বলতে গেলে আপনি যা জানেন তা নিয়ে অন্যের সাথে জ্ঞান শেয়ার করাই হলো ব্লগিং। বর্তমানে আইটি সেক্টর দ্রুত গতিতে এগিয়ে চলছে, একে ব্যবহার করে আপনার জ্ঞান শেয়ারের পাশাপাশি আয়েরও রয়েছে বিশাল সুযোগ। ব্লগিং করে আয়ের বহু মাধ্যম রয়েছে।  বাংলা বা ইংরেজী যেকোন মাধ্যমেই ব্লগিং করতে পারেন, তবে ইংরেজী ব্লগিং করলে অন্যান্য ভাষাভাষির ভিজিটর পাওয়া যাবে বেশী ও আয়ও হবে বেশি এবং সমস্যা নেই বাংলা ভাষায়ও ব্লগিং করতে পারেন। আপনি যে বিষয়ের উপর লিখতে ভাল লাগে ঐ বিষয়ের উপর ব্লগ লিখতে পারেন, যেমন-যিনি খেলাধুলা পছন্দ করে তিনি খেলাধুলা বা পত্রপত্রিকা ইত্যাদি যেকোন বিষয় নিয়ে লিখতে পারেন, আর যিনি আইটি বিষয়ে দক্ষ তিনি এ বিষয়ে লিখতে পারেন, এভাবে যেকোন বিষয়ে ব্লগিং করা যাইতে পারে। এতে আপনার সাইটে বিজ্ঞাপন ও পণ্যের প্রচার করে আয় করতে পারেন। বর্তমানে বাংলা ওয়েব সাইটেও বিজ্ঞাপন ব্যবহারের সুযোগ রয়েছে। বর্তমানে বাংলাদেশেও বিভিন্ন অনলাইন বিজ্ঞাপনী সংস্থা রয়েছে, যারা বাংলা ওয়েব সাইটে বিজ্ঞাপন দিয়ে থাকে, এ ধরনের কয়েকটি কোম্পানী হচ্ছে নিন্মরূপ, পয়সাকরি.কম  তারা বাংলা সাইটে বিজ্ঞাপন দিয়ে থাকেন। আরো একটি সাইট রয়েছে তা হলো গ্লুএ্যাড মার্কেট.কম এবং ক্লিকসোর.কম-এখানে রেজিষ্ট্রেশন করে তাদের বিজ্ঞাপন আপনার বাংলা সাইটে এ্যাড দিতে পারবেন।