7.8.20

worldwide online secure, easy and popular payment method অনলাইনে অর্থ লেনদেনের সহজ পদ্ধতি - বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী অনলাইনে অর্থ লেনদেন
বর্তমানে অনলাইনে ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন প্রয়োজনে বিশ্বব্যাপী অর্থ লেনদেন করতে হয়। উক্ত লেনদেনের জন্য বহু পদ্ধতি রয়েছে। তার মধ্যে পারফেক্টম্যানি, স্ক্রিল, ওকেপে, নেটেলার, ক্যাশইউ, পেওনার। সব পেমেন্ট পদ্ধতি আবার বাংলাদেশে সাপোর্ট  করেনা, বিশেষ করে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি জনপ্রিয় পেপাল পেমেন্ট প্রসেসর। তাই যেসব দেশে অন্যান্য মেথড সাপোর্ট করে তাতে সহজে একাউন্ট খুলে লেনদেন করা যায়। জনপ্রিয় পদ্ধতি সমূহ নিম্নে উল্লেখ করা হলো। তা ছাড়া অনলাইনে নিজ ওয়েব সাইটের মাধ্যমে, ফ্রিল্যান্সিং করে, ই-কমার্স সহ বিভিন্নভাবে টাকা আয় করা যায়। ইন্টারনেটে টাকা আয় করলে তো চলবে না। উক্ত অর্থ আপনার হাতে আনার জন্য অনলাইনে রয়েছে অর্থ লেনদেনের এসব মাধ্যম। সাধারণত আমরা ব্যাংকে একাউন্ট খোলে তাতে টাকা জমা বা উত্তোলন করি। কিন্তু অনলাইনে কাজ করতে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে আপনাকে অর্থ লেনদেন করতে হবে। এতে পেপাল প্রথম সারির পেমেন্ট মেথড হিসেবে পরিচিত। কিন্তু বাংলাদেশে তা সাপোর্ট করেনা। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য বর্তমানে অনলাইন অর্থ লেনদেনের ভাল মাধ্যম সমূহ নিম্নরূপ: 

এদের নিয়ম কানুন খুবই কড়াকড়ি, একজন ব্যক্তি একের অধিক একাউন্ট খুলতে পারবে না। ডুকুমেন্টের স্কেন কপি যেমন: ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক স্টেটমেন্ট সাবমিট সাপেক্ষে একাউন্ট ভেরিফাই করতে হয়। অন্যথায় একাউন্টে লেনদেন করতে দিবে না। উক্ত সাইটের মাধ্যমে আপনি আপনার লোকাল ব্যাংকে টাকা উত্তোলন করতে পারবেন। এছাড়াও নেটেলার ফ্রি মাষ্টারকার্ড দিয়ে থাকে, উক্ত কার্ডের মাধ্যমে বাংলাদেশের যেকোন মাষ্টারকার্ড সাপোর্ট করে এমন এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন। এ সব কোম্পানীতে লেনদেন খুবই নিরাপদ। যা হোক 
এখন কিভাবে স্ক্রিল ও পাইজা একাউন্ট খোলা যায় তা ছবি সহ উপস্থাপন করা হলো:
                        Moneybookers is now Skrill
প্রথমে আপনি এ লিংকে ক্লিক করুন তারপর নিচের নির্দেশনা মোতাবেক Sign up for free চিহ্নিত স্থানে ক্লিক করুন এবং ধাপে ধাপে ছবি দেখে রেজিষ্ট্রেশন করুন 
ধাপ-1

ধাপ-2

ধাপ-3

ধাপ-4
এখন আপনারেএকাউন্ট খোলা শেষ, এবার ইমেইল  চেক করুন ও ভেরিফিকেশন লিংকে ক্লিক করুন, এরপর নতুন একটি ইউন্ডো ওপেন হবে তাতে ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগিং করুন। যা পূর্বে তথ্য পূরণ করার সময় দিয়েছিলেন।এরপর ব্যাংক স্টেটমেন্ট ও আইডি ‍কার্ড এটাচ করে সাপোর্ট ও ভেরিফিকেশনে ইমেইল পাঠিয়ে একাউন্ট ভেরিফাই করুন। এরপর লেনদেন শুরু করুন নিশ্চিন্তে। 

No comments: