ক্যাপসা এন্ট্রি করে আয় করুন
ডাটা এন্ট্রি বা ক্যাপসা এন্ট্রি করার জন্য অনেকের আগ্রহ রয়েছে, ফ্রিল্যান্সিং মার্কেপ্লেস-এ বিড করে যারা ক্যাপসা এন্ট্রির প্রজেক্টে কাজ করতে আগ্রহী তাদের জন্য নিম্নে কয়েকটি ক্যাপসা এন্ট্রি সাইট দেওয়া হলো, যেখানে কোন বিড করতে হয়না। যারা অল্প আয়ে সন্তুষ্ট তাদের জন্য এ সাইট গুলো সহায়ক হবে। এ সাইট গুলোতে ক্যাপসা টাইপ করতে কোন নির্দিষ্ট সময়/বাধাধরা নিয়ম নেই, আপনি যেকোন সময় এন্ট্রি করতে পারেন। তবে সার্ভারে গতির সময় নির্দষ্ট আছে, এতে কোন কোন সাইট সার্ভারের গতির উপর রেইট বেশি দিয়ে থাকে। যেমন প্রোটাইপার.কম। এ ধরনের ভাল মানের ক্যাপসা এন্ট্রি সাইট হলো www.protypers.com এবং http://pixandprofit.com উভয় সাইটই payza.com এর মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে। পাইজাতে কিভাবে একাউন্ট খুলতে হয় তার উপর এই সাইটে ছবিসহ একটি পোষ্ট দেওয়া আছে।