4.6.23

ফরেক্স নিউজ বুঝার উপায় বা ইম্প্যাক্ট ''Forex News Impact'' কিভাবে বুঝবেন?

ফরেক্স নিউজ ইম্প্যাক্টঃ

 https://www.forexfactory.com

প্রতিদিন ফরেক্সের অনেক নিউজ, জব রিপোর্ট, স্পিচ প্রকাশিত হয়। এগুলো মার্কেটকে প্রভাবিত করে। তাই অনেকেই এই নিউজগুলো টার্গেট করে ট্রেড করে। কিন্তু আমাদের কি সব নিউজই ট্রেড করা উচিত? সব নিউজের প্রভাব বা ইফ্যাক্ট সমান নয়। দেখা যাক কি কি ধরনের নিউজ আসে।

7.7.21

Best Micro Freelance Marketplace or Micro job Site

 Best Micro Freelance Marketplace

কোন রকম বিড ছাড়া ছোট ছোট কাজ করে আয় করতে পারেন, মাইক্রোজবস এর জন্য সবচেয়ে সেরা 2টি সাইট হলো www.jobboy.com ও www.microworkers.com 10ডলার হলেই উত্তোলন করতে পারবেন। প্রতিদিন জব পরিবর্তন হয় বা নতুন নতুন জব পোষ্ট হয়।তাই প্রতিদিন একাউন্ট চেক করতে হবে।

1.7.21

বিদেশী ই-কমার্স সাইটের পণ্য কিনুন বাংলাদেশ থেকে

 বিভিন্ন বিদেশী ই-কমার্স সাইটের পণ্য কিনুন বাংলাদেশ থেকে :

আমাজন, আলিবাবা, আলিএক্সপ্রেস, ইবে ডটকমসহ কেনাকাটার আন্তর্জাতিক ওয়েবসাইট থেকে অর্ডার করে সহজেই যেকোনো পণ্য আনা যাবে বাংলাদেশে। নিম্নোক্ত ওয়েব সাইটের মাধ্যমে

https://www.alibaba.com & https://www.aliexpress.com to Bangladesh https://ali2bd.com https://www.dearbd.com/(আলিবাবা,আলিএক্সপ্রেস)

https://www.amazon.com/ to Bangladesh https://backpackbang.com (আমাজন)

https://aliexpress.com.bd/

এসব পণ্য আনতে যেকোন মুদ্রা এক্সচেইঞ্জ করে নিতে পারেন বাংলাদেশী খুবই জনপ্রিয় পেমেন্ট সাইটের মাধ্যমে

www.paymentbd.com

More exchange Site 17 Exchange Site

12.8.20

সহজে ঝুঁকি বিহীন ফরেক্স থেকে আয় করুন ও 99% শক্তিশালী ফরেক্স ইন্ডিকেটর ডাউনলোড করুন Easy no loss forex trading & free 99% powerful indicator download

ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই ঝুঁকি বিহীন নিম্নোক্ত নিয়ম মোতাবেক ফরেক্স থেকে আয় করুন। ইন্টারনেট থেকে আয়ের বহু মাধ্যম রয়েছে, সংক্ষেপে বলা যায় কাজ শিখে বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেটপ্লেস থেকে আয় করা যায়। তবে সবচেয়ে সহজ হলো ফরেক্স থেকে আয় করা কিন্তু ফরেক্সের নিয়ম না মানার কারণে ঝঁকিও বটে। আজ আমি যে টেকনিক শিখিয়ে দেব তা হলো ফরেক্স থেকে নিশ্চিত প্রফিট করা। আমার দীর্ঘ প্রায় 8(আট) বছরের লাভে-লসে অর্থাৎ এভারেজ প্রফিট এর সামান্য বা ক্ষুদ্র অভিজ্ঞতা অনুযায়ী ট্রেড সেট করবো। তবে ফরেক্সে আমার জানার অনেক কিছু রয়েছে, আমার মনে হয় আমি মাত্র সামান্য ফরেক্স শিখেছি, যা আমার জন্য যথেষ্ট।

7.8.20

worldwide online secure, easy and popular payment method অনলাইনে অর্থ লেনদেনের সহজ পদ্ধতি - বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী অনলাইনে অর্থ লেনদেন
বর্তমানে অনলাইনে ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন প্রয়োজনে বিশ্বব্যাপী অর্থ লেনদেন করতে হয়। উক্ত লেনদেনের জন্য বহু পদ্ধতি রয়েছে। তার মধ্যে পারফেক্টম্যানি, স্ক্রিল, ওকেপে, নেটেলার, ক্যাশইউ, পেওনার। সব পেমেন্ট পদ্ধতি আবার বাংলাদেশে সাপোর্ট  করেনা, বিশেষ করে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি জনপ্রিয় পেপাল পেমেন্ট প্রসেসর। তাই যেসব দেশে অন্যান্য মেথড সাপোর্ট করে তাতে সহজে একাউন্ট খুলে লেনদেন করা যায়। জনপ্রিয় পদ্ধতি সমূহ নিম্নে উল্লেখ করা হলো। তা ছাড়া অনলাইনে নিজ ওয়েব সাইটের মাধ্যমে, ফ্রিল্যান্সিং করে, ই-কমার্স সহ বিভিন্নভাবে টাকা আয় করা যায়। ইন্টারনেটে টাকা আয় করলে তো চলবে না। উক্ত অর্থ আপনার হাতে আনার জন্য অনলাইনে রয়েছে অর্থ লেনদেনের এসব মাধ্যম। সাধারণত আমরা ব্যাংকে একাউন্ট খোলে তাতে টাকা জমা বা উত্তোলন করি। কিন্তু অনলাইনে কাজ করতে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে আপনাকে অর্থ লেনদেন করতে হবে। এতে পেপাল প্রথম সারির পেমেন্ট মেথড হিসেবে পরিচিত। কিন্তু বাংলাদেশে তা সাপোর্ট করেনা। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য বর্তমানে অনলাইন অর্থ লেনদেনের ভাল মাধ্যম সমূহ নিম্নরূপ: 

2.8.20

without deposit forex trading ডিপোজিট ছাড়া ফরেক্স ট্রেড বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

ডিপোজিট ছাড়াই ফরেক্স ট্রেড করে আয় করুন
সম্মানিত ফরেক্স ট্রেডারগণ, যাদের ফরেক্স সম্পর্কে ধারণা রয়েছে, তাদের জন্য এই প্রয়োজনীয় একটি পোষ্ট। অনেকে আছেন ফরেক্স করা শিখেছেন বা ট্রেড করে লোকশানও দিয়েছেন বা ডিপোজিট করতে ভয় পাচ্ছেন, তারা ইচ্ছে করলে ডিপোজিট না করেও ফরেক্সে ট্রেড করতে পারবেন।

1.8.20

Instant wallet money exchange - তাৎক্ষনিক ডলার এক্সচেইন্জ করার সহজ উপায়

যারা ফ্রিল্যান্সিং করেন, ফরেক্স ট্রেডিং করেন, ইকমার্স  ব্যবসা করেন, এ্যাফিলিয়েট ব্যবসা করেন, সিপিএ ব্যবসা করেন,ডোমেইন-হোস্টিং বাই-সেল করেন ও অন্যলাইনে দেশ-বিদেশ থেকে প্রোডাক্ট ক্রয় করেন তাদের জন্য ডলার বাই-সেল বা ডলার এক্সচেইন্জ করা খুবই প্রয়োজন পড়ে। তাই নিম্নোক্ত সাইটের মাধ্যমে সহজে ডলার বাই-সেল বা এক্সচেইন্জ করা যাবে। 

তবে আপনি প্রতিটি সাইটে ভিজিট করুন ও তাদের বাই-সেল রেইট দেখে নিন, একেক সাইটের রেইট একেক রকম, তাই আপনার কাছে যে সাইটের রেইট, পেমেন্ট প্রসেস টাইম ও চ্যাটিং সাপোর্ট ভালো লাগে সেই সাইটের সাথে লেনদেন করুন। প্রথমে সাইটে রেজিষ্ট্রেশন করতে হবে না হলে লেনদেন করা যাবেনা ও কয়েকটি সাইট আছে ডুকুমেন্ট দিয়ে ভেরিফাই করতে হয় না হলে লেনদেন করা যায়না।

Free software download website

 Any software Free Download

  1. https://ninite.com
  2. https://filehippo.com
  3. https://www.softpedia.com
  4. https://download.cnet.com
  5. https://en.softonic.com
  6. https://www.filehorse.com
  7. https://100-downloads.com/
  8. http://www.tucows.com/downloads
  9. https://www.freewarefiles.com
  10. https://www.soft32.com
  11. https://www.download3000.com
  12. https://downloads.zdnet.com
  13. https://www.majorgeeks.com
  14. https://software.informer.com
  15. https://www.snapfiles.com
  16. https://sourceforge.net
  17. http://www.freedownloadscenter.com
  18. https://www.wisecleaner.com
  19. https://wise-care-365.en.softonic.com
  20. http://net-load.com
  21. https://uploadshit.com
  22. https://www.auslogics.com
  23. https://productkeyforfree.com
  24. http://serialkeyonline.blogspot.com
  25. https://serialhax.com
  26. https://www.microsoft.com
  27. Adobe reader
  28. https://softmany.com/

1.4.20

সরাসরি অর্থ উত্তোলন সুবিধা দিচ্ছে পেওনিয়ার

 সহজে পেওনিয়ারের মাধ্যমে বাংলাদেশে অর্থ লেনদেন
Payoneer
 ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ছাড়াও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের ক্লায়েন্টদের কাছ থেকে সরাসরি বাংলাদেশে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন বাংলাদেশি ফ্রিল্যান্সাররা। একাউন্ট খুলতে এখানে ক্লিক করুন পেওনার আন্তর্জাতিক অর্থ লেনদেনের প্রতিষ্ঠান ‘পেওনিয়ার’-এর মাধ্যমে ফ্রিল্যান্সাররা এ সুবিধাটি পাচ্ছেন। সম্প্রতি রাজধানীতে আয়োজিত পেওনিয়ার ফোরাম ঢাকা’ শীর্ষক অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চল প্রধান প্যাট্রিক ডি কার্সি। অনুষ্ঠানে প্যাট্রিক ডি কার্সি বলেন, আমরা সবসময় আমাদের গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে চেষ্টা করি। এরই অংশ হিসেবে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য পেওনিয়ার থেকে এ ফিচার চালু করেছি। ব্যাংক এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়া আরফিন বলেন, ব্যাংক এশিয়াতে ১ ঘণ্টারও কম সময়ে পাঠানো অর্থ উত্তোলন করা যাবে। তবে অন্য যে কোনো ব্যাংকেও টাকা আনা যাবে। তবে এক দিনের মতো বাড়তি সময় লাগবে। অনুষ্ঠানে পেওনিয়ার বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রিফাত আহমেদ তার ফ্রিল্যান্সিং জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। পেওনার

1.1.20

ওয়েব ডেভেলোপারদের কাজের সহযোগিতার জন্য কিছু অসাধারণ টুলস

 ওয়েব ডেভেলোপারদের কাজের সহযোগিতার জন্য অনলাইনে অনেক Tools বিদ্যমান তবে কিছু অসাধারণ Tools আছে যা নবীন প্রবীণ সকল ডেভেলোপারদের সারাজীবন কাজে লাগে । Tools গুলো সংগ্রহ করুন এবং কাজ করুন সহজে

1. Firebug : Firebug হল Mozilla Firefox এর একটি extension যাতে রয়েছে ওয়েব ডেভেলোপমেন্ট কাজের জন্য অনেক সুবিধা । এতে রয়েছে built-in JavaScript debugger যা ডেভেলোপারদেরকে ধাপে ধাপে script লিখা এবং লিখিত script গুলোর ভুল ধরিয়ে দেয় ।

http://getfirebug.com

2. Internet Explorer Developer Toolbar : Internet Explorer Developer Tool হল Firebug এর মতই Internet Explorer এর একটি Add-ons যা internet explorer এ site এর লিখতে সাহায্য করে । বিশেষ করে যে সকল ডেভেলোপার Safari বা Firefox ব্যাবহার করেন তাদের Cross-compatibility সমস্যা সমাধানে Internet Explorer Developer একটি গুরুত্বপুর্ন Toolbar।
http://www.microsoft.com/en-us/download/default.aspx

3. Pixie : Pixie হচ্ছে এমন একটা Software যে আপনাকে একটা Color এর HEX, HTML, RGB, CMYK, HSV এর কোড গুলো দেখাবে। http://www.nattyware.com/pixie.php

4. CSSTidy : CSSTidy হল একটি opensourse application CSS কোড কে optimize করে এবং ফাইল সাইজ বহুলাংশে কমিয়ে দেয় ফলশ্রুতিতে website এর স্পীড বৃদ্ধি পায় । CSSTidy কিভাবে কাজ করে তা বুঝার জন্য “before and after” উদাহরণ ভালভাবে দেখতে পারেন । http://csstidy.sourceforge.net/index.php

5. GrepWin : GrepWin এর কাজ হচ্ছে! ধরুন বায়ার আপনাকে 5000 HTML ফাইল দিল এবং বলল যে যেখানে যেখানে Good লেখা আছে সেইস্থানে Better লেখতে হবে। ঠিক এই কাজটা করার জন্য ব্যবহার করা হয় GrepWin। ttp://code.google.com/p/grepwin/downloads/list

6. LastPass : LastPass এমন একটা সাইট যে সাইট আপনার পাসওয়ার্ড গুলো সংরক্ষণ করে রাখবে এবং ১০০% নিরাপত্তা সহকারে। https://lastpass.com/

7. Intuitive Color Picker : পছন্দ মত কালার নির্বাচন করার ক্ষেত্রে এটি একটি ভাল টুলস। মাউস মুভ করে কালার hue এবং lightness ঠিক করে আপনি আপনার পছন্দের কালার ওয়েবসাইট এ ব্যাবহার করতে পারেন। http://color.hailpixel.com/

8. Everything : Everything হচ্ছে একটা ছোট Software কিন্তু এর কাজটা ছোট না। আমরা অনেকেই Windows XP, Windows 7, Windows 8 এর Search Engine এর সাথে পরিচিত আছি। আমরা এই Search Engine গুলো ব্যবহার করি কম্পিউটারের ফাইল গুলো খোজার জন্য? Everything এমন একটা Software যার মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারের যে কোন ফাইল সর্বচ্চ ৩০সেকেন্ড এর ভিতর খুজে পেতে সাহাজ্য করবে।http://www.voidtools.com/

9. Generate WP : GenerateWP এর মাধ্যমে আমার যারা WordPress Themes বানানোর চেষ্টা করছি এবং চেষ্টা করি তাদের জন্য GenerateWP একটা অসাধারণ সাইট। http://generatewp.com/

10. Pure : Responsive Web Design এর জন্য এটি একটা খুব ভাল সাইট। http://purecss.io/

11. TinyPNG : এটি একটি অনেক স্মার্ট টুলস যা ইমেজ সাইজ কমানোর জন্য লাগে। টুলস টি png ফাইল ৭০% পর্যন্ত কমিয়ে ফেলতে পারে । আর আমি বিশ্বাস করি আপনি দুই ইমেজ এর মধ্যে কোন পার্থক্য পাবেন না । http://tinypng.org/

12. Icon : Icon নাম দেখে বুঝতে পারছেন যে এই সাইটটি কি কাজে ব্যবহার করা হয়। http://findicons.com/

13. DOMTool : DOM একটি অসাধারণ tool যা ডেভেলোপারদের অনেক সময় বাচিয়ে দেয় । DOM HTML আকারে ইনপুট নেয় এবং সঠিক output প্রদান করে । http://muffinresearch.co.uk/archives/200…8/domtool/

14. Bootstrap : Twitter bootstrap হল একটি অসাধারণ টুলস যা দ্বারা আপনি এক ঘণ্টার মধ্যে অবিশ্বাস্য responsive website তৈরি করতে পারবেন। Twitter bootstrap সবচেয়ে বড় সুবিধা হল এখানে আপনি প্রচুর উদাহরণ পাবেন যা আপনাকে ওয়েবসাইট তৈরিতে দারুন সহযোগিতা করবে। http://twitter.github.io/bootstrap/

৭০টা প্রয়োজনীয় ওয়েবসাইট এবং কোন সাইটের কি কাজ জেনে নিন

 প্রয়োজনীয় ওয়েবসাইট 

১)screenr.com – এখানে আপনি আপনার ডেক্সটপ দিয়ে মুভি রেকর্ড করতে পারবেন এবং তা সরাসরী YouTube এ পাবলিশ করে দিতে পারবেন যা একদম উইনিক ভিডিও ধরা হবে :) ।

২)bounceapp.com -এখান থেকে আপনার ওয়েবসাইটের ফুল স্ক্রিনশট নিতে পারবেন ।
৩)Goo[.]gl – যেকোন বড় লিঙ্ক খুব সহজে কোন রকম রেইস্ট্রেশনের জামেলা ছাড়াই ছোট করতে পারবেন ।
৪)youtube.com/leanback- ফুল স্ক্রিনে মুডে YouTube ভিডিও দেখতে পারেবন ।
৫)translate.google.com- এক ভাষা থেকে অন্যভাষা অনুবাদ করতে ।
৬)untiny.me-শর্ট লিঙ্কগুলিকে এখানে সাবমিট করে অরজিনাল লিঙ্ক দেখতে পারেবন ।
৭)localti.me-আপনার শহরের লোকাল সময় জানতে ভিজিট করতে পারেন ।
৮)copypastecharacter.com-স্পেশাল ক্যারেকটারগুলি কপি পেস্ট করতে পারবেন যা কিবোর্ড থেকে করা যায় না ।
৯)topsy.com- সবচেয়ে ভাল টুইটার সার্চ ইঞ্জিন ।
১০)iconfinder.com-যেকোন ধরনের ,যেকোন সাইজের আইকন পেতে এই ওয়েবসাইটটি দেখতে পারেন ।
১১)office.com- অফিসের সকল প্রকার টেমপ্লেট,আইকন,ফ্রেম ,বেকগ্রাউন্ড, ক্লিপআর্ট ইত্যাদি ডাউনলোড করতে ।
১২)woorank.com -আপনার ওয়েবসাইটের রেঙ্ক+ এসইও এর সন তথ্য জানতে ।
১৩)virustotal.com-আপনার যেকোন ধরনের ভাইরেস এফেক্টেড ফাইলকে স্কেন করতে ।
১৪)wolframalpha.com- সকল প্রকার প্রশ্নের উত্তর পাবেন কোন প্রকার সার্চ ছাড়াই ।
১৫)printwhatyoulike.com-ওয়েবপেজ প্রিন্ট করুন কোন জামেলা ছাড়াই ।
১৬)eggtimer.com- সিমপল অনলাইন টাইমার ।
১৭)coralcdn.org- খুব উপকারী একটা সাইট ,যদি অধিক ভিজিটরের কারনে সাইট ডাউন হয় তাহলে এই ওয়েবসাইট দিয়ে খুব সহজে সাইটে ডুকতে পারবেন ।
১৮)mywot.com – যেকোন ওয়েবসাইটের ট্রাস্ট লেভেল দেখতে পারেবন ।
১৯)viewer.zoho.com- যেকন পিডিএফ ,প্রেজেনটেশণ সরাসরি ব্রাউজারে দেখতে পারবেন ।
২০)tubemogul.com- YouTube সহ একযুগে সব ভিডিও সাইটে ভিডিও আপলোড করতে পারেবন ।
২১)truveo.com -যেকোন ধরনের ওয়েব ভিডিও সার্চ করার জন্য জনপ্রিয় সাইট।
২২)scr.im – কোন প্রকার স্পেমের জামেলা ছাড়াই আপনার ইমেইল এড্রেস অনলাইনে শেয়ার করুন
২৩)spypig.com – আপনার ইমেইলটা রিসিভ করেছে কিনা তা জানতে পারবেন
২৪)sizeasy.com -যেকোন প্রকার প্রডাক্টের জনপ্রিয়টাকে কমপেয়ার করতে পারবেন
২৫)whatfontis.com-খুব তারাতারী আপনার ইমেজে ব্যবহ্রত ফন্টের নাম জানতে পারবেন ।
২৬)fontsquirrel.com- পারসোনাল এবং কমারসিয়ালি ব্যবহার করার জন্য ফন্টের বিশাল কালেকশন ।
২৭)regex.info-আপনার ছবির ভিতরে কিছু লোকানো আছে কিনা তা আনতে পারবেন।
২৮)tineye.com- Google Googles এর মত অনলাইন ভার্সন ।
২৯)iwantmyname.com- সব ধরনের TLDs ডোমেইন সার্চ করতে পারবেন ।
৩০)tabbloid.com -আপনার পছন্দের ব্লগকে পিডিএফ আকারে সেভ করতে পারবেন ।
৩১)join. me- আপনার কম্পিউটারে স্কিনকে অনলাইনে লাইভ সবার সাথে শেয়ার করতে পারেবন ।
৩২)onlineocr.net-ইমেজ এবং পিডিএফ থেকে টেক্স কপি করতে পারবেন ।
৩৩)flightstats.com – সাড়া বিশ্বের বিমানের ফ্লাইট সম্পর্কে সব তথ্য আনতে পারেবন ।
৩৪)wetransfer.com – অনলাইনে সবচেয়ে বড় ফাইল শেয়ার করার জন্য ।
৩৫)pastebin.com- অনলাইনে টেক্স এবং কোড শেয়ার করার জন্য ।
৩৬)polishmywriting.com -আপনার স্পেল এবং গ্রামারটিকেল এরর চেক করুন ।
৩৭)awesomehighlighter.com- ওয়েবপেজের গুরুত্বপূর্ন অংশকে হাইলাইট করুন ।
৩৮)typewith.me – একসাথে একটা ডকুমেন্ট অনেকজন মানুষ করতে পারবেন ।
৩৯)everytimezone.com-বিশ্বের সব দেশের সময় জানুন ।
৪০)warrick.cs.odu.edu-আপনার বুকমার্ক ওয়েব পেজটি ডিলিট হইয়ে গেলে এইটা প্রয়োজন হবে ।
৪১)imo.im-আপনার সব আইডি দিয়ে একসাথে চ্যাট করুন যেমনঃ Skype,Facebook, GoogleTalk,ইত্যাদি ।
৪২)kuler.adobe.com – কালার আইডিয়া পাওয়ার জন্য ব্যবহার করে দেখতে পারেন ।
৪৩)followupthen.com- আপনার ইমেইল দিয়ে রিমাইন্ডার সেট করতে পারবেন ।
৪৪)lmgtfy.com- যখন আপনার বন্ধু খুব অলস থাকে :P :)
৪৫)tempalias.com- temporary ইমেইল জেনারেট করার জন্য ।
৪৬)pdfescape.com-আপনার ব্রাউজার থেকে সরাসরি পিডিএফ এডিট করতে পারবেন ।
৪৭)faxzero.com – ফ্রিতে অনলাইন ফেক্স পাঠান যেকোন জায়গায় /
৪৮)feedmyinbox.com -আপনার ইমেইলে আরএসএস নটিফিকেশন পাওয়ার জন্য ।
৪৯)isendr.com – ফাইল ট্রান্সফার করুন কোন সার্ভারে আপলোড ছাড়াই :P
৫০)tinychat.com – আপনার প্রাইভেট চ্যাট সেট আপ করুন ১ সেকেন্ড ই ।
৫১)flightaware.com – লাইভ ফ্লাইট সম্পর্কে বিস্তারিত ।
৫২)boxoh.com -যেকোন শিপমেন্ট সম্পর্কে জানুন গুগল মেপের মাধ্যমে ।
৫৩)example.com -documentation ব্যবহার করার জন্য example বানাতে পারবেন ।
৫৪)whoishostingthis.com-যেকোনো ওয়েবসাইটের হোস্টিং এর তথ্য ,
৫৫)google.com/history-যেগুলি আপনার মনে নাই সেগুলি গুগল ই মনে রাখেছে যা আপনি ব্রাউজ করলেন ।
৫৬)google.com/dictionary – বুজতেই পারছেন গুগলের ডিশনারী :P
৫৭)sxc.hu- ডাউনলোড করুন ফ্রিতে স্টক করা ইমেজ ।
৫৮)download.com.np-সব রকম softwares ।
৫৯)wobzip.org -আপনার কমপ্রেস ফাইলে আনকমপ্রেস করুন অনলাইনে ।
৬০)wobzip.org -এক ক্লিকে আপনার ভয়েস রেকর্ড করুন।
৬১)scribblemaps.com- কাস্টম গ্যগল ম্যাপ বানান ।
৬২)alertful.com -এক ক্লিকে আপনার যেকোন ইভেন্টের জন্য ইমেইল রিমাইন্ডার সেট করুন ।
৬৩) formspring.me-আপনার পারসোনাল প্রশ্নের উত্তর পাবেন ।
৬৪)mailvu.com – ভিডিও ইমেইল পাঠান
৬৫) ge.tt-যেকোন ফাইল পাঠান এক ক্লিকে ।এবং যাকে পাঠাবেন সেও কোণ রকম ডাউনলোড ছাড়াই দেখে নিতে পারবে ।
৬৫)timerime.com -আপনার অডিও ভিডিও এবং ফাইলকে টাইমলাইন হিসেবে সেট করুন
৬৬)stupeflix.com -আপনার অডিও, ভিডিও দিয়ে মুভি বানান অনলাইনে ।
৬৭)aviary.com/myna -অডিও এডিট করুন অনলাইনে এবং রিমিক্স বানান ।
৬৮)noteflight.com -আপনার মিউজিক বানান অনলাইনে ।
৬৯)homestyler.com -আপনার ডিসাইন কে রিডাসাইন করুন এক ক্লিকে ।
৭০)livestream.com -আপনার যকোন ইভেন্ট কে লাইভ প্রচার করুন অনলাইনে ।