1.1.20

৭০টা প্রয়োজনীয় ওয়েবসাইট এবং কোন সাইটের কি কাজ জেনে নিন

 প্রয়োজনীয় ওয়েবসাইট 

১)screenr.com – এখানে আপনি আপনার ডেক্সটপ দিয়ে মুভি রেকর্ড করতে পারবেন এবং তা সরাসরী YouTube এ পাবলিশ করে দিতে পারবেন যা একদম উইনিক ভিডিও ধরা হবে :) ।

২)bounceapp.com -এখান থেকে আপনার ওয়েবসাইটের ফুল স্ক্রিনশট নিতে পারবেন ।
৩)Goo[.]gl – যেকোন বড় লিঙ্ক খুব সহজে কোন রকম রেইস্ট্রেশনের জামেলা ছাড়াই ছোট করতে পারবেন ।
৪)youtube.com/leanback- ফুল স্ক্রিনে মুডে YouTube ভিডিও দেখতে পারেবন ।
৫)translate.google.com- এক ভাষা থেকে অন্যভাষা অনুবাদ করতে ।
৬)untiny.me-শর্ট লিঙ্কগুলিকে এখানে সাবমিট করে অরজিনাল লিঙ্ক দেখতে পারেবন ।
৭)localti.me-আপনার শহরের লোকাল সময় জানতে ভিজিট করতে পারেন ।
৮)copypastecharacter.com-স্পেশাল ক্যারেকটারগুলি কপি পেস্ট করতে পারবেন যা কিবোর্ড থেকে করা যায় না ।
৯)topsy.com- সবচেয়ে ভাল টুইটার সার্চ ইঞ্জিন ।
১০)iconfinder.com-যেকোন ধরনের ,যেকোন সাইজের আইকন পেতে এই ওয়েবসাইটটি দেখতে পারেন ।
১১)office.com- অফিসের সকল প্রকার টেমপ্লেট,আইকন,ফ্রেম ,বেকগ্রাউন্ড, ক্লিপআর্ট ইত্যাদি ডাউনলোড করতে ।
১২)woorank.com -আপনার ওয়েবসাইটের রেঙ্ক+ এসইও এর সন তথ্য জানতে ।
১৩)virustotal.com-আপনার যেকোন ধরনের ভাইরেস এফেক্টেড ফাইলকে স্কেন করতে ।
১৪)wolframalpha.com- সকল প্রকার প্রশ্নের উত্তর পাবেন কোন প্রকার সার্চ ছাড়াই ।
১৫)printwhatyoulike.com-ওয়েবপেজ প্রিন্ট করুন কোন জামেলা ছাড়াই ।
১৬)eggtimer.com- সিমপল অনলাইন টাইমার ।
১৭)coralcdn.org- খুব উপকারী একটা সাইট ,যদি অধিক ভিজিটরের কারনে সাইট ডাউন হয় তাহলে এই ওয়েবসাইট দিয়ে খুব সহজে সাইটে ডুকতে পারবেন ।
১৮)mywot.com – যেকোন ওয়েবসাইটের ট্রাস্ট লেভেল দেখতে পারেবন ।
১৯)viewer.zoho.com- যেকন পিডিএফ ,প্রেজেনটেশণ সরাসরি ব্রাউজারে দেখতে পারবেন ।
২০)tubemogul.com- YouTube সহ একযুগে সব ভিডিও সাইটে ভিডিও আপলোড করতে পারেবন ।
২১)truveo.com -যেকোন ধরনের ওয়েব ভিডিও সার্চ করার জন্য জনপ্রিয় সাইট।
২২)scr.im – কোন প্রকার স্পেমের জামেলা ছাড়াই আপনার ইমেইল এড্রেস অনলাইনে শেয়ার করুন
২৩)spypig.com – আপনার ইমেইলটা রিসিভ করেছে কিনা তা জানতে পারবেন
২৪)sizeasy.com -যেকোন প্রকার প্রডাক্টের জনপ্রিয়টাকে কমপেয়ার করতে পারবেন
২৫)whatfontis.com-খুব তারাতারী আপনার ইমেজে ব্যবহ্রত ফন্টের নাম জানতে পারবেন ।
২৬)fontsquirrel.com- পারসোনাল এবং কমারসিয়ালি ব্যবহার করার জন্য ফন্টের বিশাল কালেকশন ।
২৭)regex.info-আপনার ছবির ভিতরে কিছু লোকানো আছে কিনা তা আনতে পারবেন।
২৮)tineye.com- Google Googles এর মত অনলাইন ভার্সন ।
২৯)iwantmyname.com- সব ধরনের TLDs ডোমেইন সার্চ করতে পারবেন ।
৩০)tabbloid.com -আপনার পছন্দের ব্লগকে পিডিএফ আকারে সেভ করতে পারবেন ।
৩১)join. me- আপনার কম্পিউটারে স্কিনকে অনলাইনে লাইভ সবার সাথে শেয়ার করতে পারেবন ।
৩২)onlineocr.net-ইমেজ এবং পিডিএফ থেকে টেক্স কপি করতে পারবেন ।
৩৩)flightstats.com – সাড়া বিশ্বের বিমানের ফ্লাইট সম্পর্কে সব তথ্য আনতে পারেবন ।
৩৪)wetransfer.com – অনলাইনে সবচেয়ে বড় ফাইল শেয়ার করার জন্য ।
৩৫)pastebin.com- অনলাইনে টেক্স এবং কোড শেয়ার করার জন্য ।
৩৬)polishmywriting.com -আপনার স্পেল এবং গ্রামারটিকেল এরর চেক করুন ।
৩৭)awesomehighlighter.com- ওয়েবপেজের গুরুত্বপূর্ন অংশকে হাইলাইট করুন ।
৩৮)typewith.me – একসাথে একটা ডকুমেন্ট অনেকজন মানুষ করতে পারবেন ।
৩৯)everytimezone.com-বিশ্বের সব দেশের সময় জানুন ।
৪০)warrick.cs.odu.edu-আপনার বুকমার্ক ওয়েব পেজটি ডিলিট হইয়ে গেলে এইটা প্রয়োজন হবে ।
৪১)imo.im-আপনার সব আইডি দিয়ে একসাথে চ্যাট করুন যেমনঃ Skype,Facebook, GoogleTalk,ইত্যাদি ।
৪২)kuler.adobe.com – কালার আইডিয়া পাওয়ার জন্য ব্যবহার করে দেখতে পারেন ।
৪৩)followupthen.com- আপনার ইমেইল দিয়ে রিমাইন্ডার সেট করতে পারবেন ।
৪৪)lmgtfy.com- যখন আপনার বন্ধু খুব অলস থাকে :P :)
৪৫)tempalias.com- temporary ইমেইল জেনারেট করার জন্য ।
৪৬)pdfescape.com-আপনার ব্রাউজার থেকে সরাসরি পিডিএফ এডিট করতে পারবেন ।
৪৭)faxzero.com – ফ্রিতে অনলাইন ফেক্স পাঠান যেকোন জায়গায় /
৪৮)feedmyinbox.com -আপনার ইমেইলে আরএসএস নটিফিকেশন পাওয়ার জন্য ।
৪৯)isendr.com – ফাইল ট্রান্সফার করুন কোন সার্ভারে আপলোড ছাড়াই :P
৫০)tinychat.com – আপনার প্রাইভেট চ্যাট সেট আপ করুন ১ সেকেন্ড ই ।
৫১)flightaware.com – লাইভ ফ্লাইট সম্পর্কে বিস্তারিত ।
৫২)boxoh.com -যেকোন শিপমেন্ট সম্পর্কে জানুন গুগল মেপের মাধ্যমে ।
৫৩)example.com -documentation ব্যবহার করার জন্য example বানাতে পারবেন ।
৫৪)whoishostingthis.com-যেকোনো ওয়েবসাইটের হোস্টিং এর তথ্য ,
৫৫)google.com/history-যেগুলি আপনার মনে নাই সেগুলি গুগল ই মনে রাখেছে যা আপনি ব্রাউজ করলেন ।
৫৬)google.com/dictionary – বুজতেই পারছেন গুগলের ডিশনারী :P
৫৭)sxc.hu- ডাউনলোড করুন ফ্রিতে স্টক করা ইমেজ ।
৫৮)download.com.np-সব রকম softwares ।
৫৯)wobzip.org -আপনার কমপ্রেস ফাইলে আনকমপ্রেস করুন অনলাইনে ।
৬০)wobzip.org -এক ক্লিকে আপনার ভয়েস রেকর্ড করুন।
৬১)scribblemaps.com- কাস্টম গ্যগল ম্যাপ বানান ।
৬২)alertful.com -এক ক্লিকে আপনার যেকোন ইভেন্টের জন্য ইমেইল রিমাইন্ডার সেট করুন ।
৬৩) formspring.me-আপনার পারসোনাল প্রশ্নের উত্তর পাবেন ।
৬৪)mailvu.com – ভিডিও ইমেইল পাঠান
৬৫) ge.tt-যেকোন ফাইল পাঠান এক ক্লিকে ।এবং যাকে পাঠাবেন সেও কোণ রকম ডাউনলোড ছাড়াই দেখে নিতে পারবে ।
৬৫)timerime.com -আপনার অডিও ভিডিও এবং ফাইলকে টাইমলাইন হিসেবে সেট করুন
৬৬)stupeflix.com -আপনার অডিও, ভিডিও দিয়ে মুভি বানান অনলাইনে ।
৬৭)aviary.com/myna -অডিও এডিট করুন অনলাইনে এবং রিমিক্স বানান ।
৬৮)noteflight.com -আপনার মিউজিক বানান অনলাইনে ।
৬৯)homestyler.com -আপনার ডিসাইন কে রিডাসাইন করুন এক ক্লিকে ।
৭০)livestream.com -আপনার যকোন ইভেন্ট কে লাইভ প্রচার করুন অনলাইনে ।

No comments: