বিশ্বব্যাপী অনলাইনে অর্থ লেনদেন
বর্তমানে অনলাইনে ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন প্রয়োজনে বিশ্বব্যাপী অর্থ লেনদেন করতে হয়। উক্ত লেনদেনের জন্য বহু পদ্ধতি রয়েছে। তার মধ্যে পারফেক্টম্যানি, স্ক্রিল, ওকেপে, নেটেলার, ক্যাশইউ, পেওনার। সব পেমেন্ট পদ্ধতি আবার বাংলাদেশে সাপোর্ট করেনা, বিশেষ করে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি জনপ্রিয় পেপাল পেমেন্ট প্রসেসর। তাই যেসব দেশে অন্যান্য মেথড সাপোর্ট করে তাতে সহজে একাউন্ট খুলে লেনদেন করা যায়। জনপ্রিয় পদ্ধতি সমূহ নিম্নে উল্লেখ করা হলো। তা ছাড়া অনলাইনে নিজ ওয়েব সাইটের মাধ্যমে, ফ্রিল্যান্সিং করে, ই-কমার্স সহ বিভিন্নভাবে টাকা আয় করা যায়। ইন্টারনেটে টাকা আয় করলে তো চলবে না। উক্ত অর্থ আপনার হাতে আনার জন্য অনলাইনে রয়েছে অর্থ লেনদেনের এসব মাধ্যম। সাধারণত আমরা ব্যাংকে একাউন্ট খোলে তাতে টাকা জমা বা উত্তোলন করি। কিন্তু অনলাইনে কাজ করতে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে আপনাকে অর্থ লেনদেন করতে হবে। এতে পেপাল প্রথম সারির পেমেন্ট মেথড হিসেবে পরিচিত। কিন্তু বাংলাদেশে তা সাপোর্ট করেনা। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য বর্তমানে অনলাইন অর্থ লেনদেনের ভাল মাধ্যম সমূহ নিম্নরূপ: