29.5.14

Pendrive Shortcut virus or Autorun virus cleaner or Remover

সহজে পেনড্রাইভের অটোরান ভাইরাস ও সর্টকাট ভাইরাস ক্লিন করার উপায়:
বর্তমান কম্পিউটারের যুগে কাজের গতি যেমন দ্রুত হয়েছে তেমনি কাজ করতে গিয়ে কম্পিউটারের সমস্যারও শেষ নেই। অনেকে আছেন কম্পিউটারে কাজ করতে গিয়ে ডাটা আদান-প্রদানের প্রয়োজনে ইউএসবি পেনড্রাইভ ব্যবহার করে থাকেন। ডাটা বা ফাইল আদান-প্রদান করতে গিয়ে বিভিন্ন কম্পিউটার থেকে অটোরান ভাইরাস বা শর্টকাট ভাইরাস পেনড্রাইভে প্রবেশ করে পেনড্রাইভের প্রয়োজনীয় ফাইল বা ফোল্ডার সমূহকে হাইড করে বা লুকিয়ে ফেলে, এতে ব্যবহারকারী মহাবিপদে পড়ে যায়। আমি নিজে এ সমস্যায় পড়েছিলাম, গুগুলে খুঁজতে শুরু করি, এতেকরে ভালমানের একটি অটোরান বা শর্টকাট ভাইরাস ক্লিনার পেয়ে যায়, যা আজ আমি সকলের উপকারের নিমিত্তে এই সফটওয়ারটি শেয়ার করলাম।