যারা ফ্রিল্যান্সিং করেন, ফরেক্স ট্রেডিং করেন, ইকমার্স ব্যবসা করেন, এ্যাফিলিয়েট ব্যবসা করেন, সিপিএ ব্যবসা করেন,ডোমেইন-হোস্টিং বাই-সেল করেন ও অন্যলাইনে দেশ-বিদেশ থেকে প্রোডাক্ট ক্রয় করেন তাদের জন্য ডলার বাই-সেল বা ডলার এক্সচেইন্জ করা খুবই প্রয়োজন পড়ে। তাই নিম্নোক্ত সাইটের মাধ্যমে সহজে ডলার বাই-সেল বা এক্সচেইন্জ করা যাবে।
তবে আপনি প্রতিটি সাইটে ভিজিট করুন ও তাদের বাই-সেল রেইট দেখে নিন, একেক সাইটের রেইট একেক রকম, তাই আপনার কাছে যে সাইটের রেইট, পেমেন্ট প্রসেস টাইম ও চ্যাটিং সাপোর্ট ভালো লাগে সেই সাইটের সাথে লেনদেন করুন। প্রথমে সাইটে রেজিষ্ট্রেশন করতে হবে না হলে লেনদেন করা যাবেনা ও কয়েকটি সাইট আছে ডুকুমেন্ট দিয়ে ভেরিফাই করতে হয় না হলে লেনদেন করা যায়না।