28.11.12

affiliate marketing বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

 এফিলিয়েটেড মার্কেটিং থেকে আয়
অনেকে বলেন যে এফিলিয়েটেড মার্কেটিং এর ক্ষেত্রের সীমা হচ্ছে আকাশ পর্যন্ত। আপনি যত চেষ্টা করবেন তত বেশি আয় করবেন। আজ আমি কয়েকটি সাইটের উল্লেখ করবো
যেখানে কম শ্রমে আয় করা যায় এবং আরো সহজ ভাবে অনলাইনে আয় করার নতুন নতুন কৌশল প্রতিনিয়ত এই সাইটে  তথ্য সহ পোষ্ট করা হবে, যাতে অনলাইন থেকে যে কেউ আয় করতে পারে। এখন আমি আপনাদেরকে জানাবো কিভাবে কোন পণ্য বা সেবা বিক্রি করে আয় করা যায়। আপনার কাজ হবে ইন্টারনেটে যেসব কোম্পানী কিছু বিক্রি করে (পণ্য বা সেবা) তাদের প্রচার করা। নিজের ওয়েবসাইট থাকলে সুবিধা বেশি পাওয়া যায়, ওয়েব সাইট না থাকলেও অসুবিধা নাই বিভিন্ন ফ্রি ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন। কোন কোন কোম্পানী টাকা দেয় তাদের সাইটে ভিজিটর পাঠালে, আর কোন কোম্পানী টাকা দেয় সেই ভিজিটর কিছু কিনলে। পণ্য বিক্রয়লব্দ অর্থের ৭৫% পর্যন্ত কমিশন দেওয়ার মত কোম্পানী/বিষয়ও রয়েছে। যেমন: amazon, তাতে রেজিষ্ট্রেশন করতে http://astore.amazon.com এবং alibaba তাতে রেজিষ্ট্রেশন করুন alibaba.com, ebay.com-তে রেজিষ্ট্রেশন করুন এখান থেকে http://www.ebay.com এর মত প্রতিষ্ঠানের সহযোগিতা পাওয়া যায় এফিলিয়েটেড মার্কেটিং কাজে। এফিলিয়েটেড মার্কিটিং এর জন্য নিজস্ব ওয়েবসাইট থাকলে বেশি সুবিধা পাবেন। শুধুমাত্র এই কাজের জন্যই বিনামূল্যে ওয়েবসাইট তৈরী করুন, সেখানে উপরোক্ত কোম্পানী সহ বিভিন্ন কোম্পানীতে রেজিষ্ট্রেশন করার পর আপনি একটি লিংক পাবেন ঐ লিংকটা আপনার সাইটে যোগ করার ব্যবস্থা রয়েছে। যদিও এই ব্যবস্থায় আয় বেশি তারপরও এডসেন্সের পর ২য় অবস্থানে থাকার কারণ একাজে বুদ্ধিমত্তা, মার্কেটিং এর দক্ষতা এবং পরিশ্রম বেশি। অতপর আপনারা উক্তরোক্ত কোম্পানীতে রেজিষ্ট্রেশন করে চেষ্টা করুন অন্যদের মত আপনিও অবশ্যই সফল হবেন এ ছাড়াও সহজে কাজ করে আয় করার বহু সাইট রয়েছে যা পরবর্তীতে পোষ্ট করবো। তার মধ্যে পিটিসি বা পে টু ক্লিক সাইটও একটি, যত পিটিসি সাইট আছে সবচাইতে নিও বাক্স অন্যতম, তাদের থেকে কাজ করে বা বিজ্ঞাপন ভিউ করে আমি নিজেও ৬ ডলার উত্তোলন করেছি। আপনারাও নিও বাক্স থেকে আয় করতে পারেন। প্রথমে NeoBux-এ রেজিষ্ট্রেশন করতে এখানে থেকে ক্লিক করে http://www.neobux.com একাউন্ট খোলার পর এরপর সঠিকভাবে ফরম পূরণ সম্পন্ন করুন।NeoBux-এ প্রদত্ত আপনার ইমেইল চেক করে একাউন্ট একটিভ করুন, এরপর যদি NeoBux-এ আপনার নামে সাইন ইন করা থাকে তাহলে নতুন করে লগিং করার দরকার নেই আর সাইন ইন করা না থাকলে লগিং এ ক্লিক করে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগিং করুন। এরপর সাইন ইন থাকা অবস্থায় ভিউ এডভারটাইজমেন্ট-এ ক্লিক করুন এরপর নিচে ছোট ছোট বক্সের মধ্যে যে এ্যাড প্রদর্শিত হয়েছে, তাতে গোলাপী রং, খয়েরী রং ও হালকা সবুজ রং সম্বলিত প্রত্যেকটি এ্যাড-এর ডানপাশে নিচের কোণায় একটি তারকা বা ষ্টার রয়েছে তাতে ক্লিক করলে একটি লাল বৃত্ত আসবে তাতে ক্লিক করুন এরপর বিজ্ঞাপনটি প্রদর্শিত হবে এতে কিছু সময় অপেক্ষা করুন, এরপর পর্দার নিচ দিয়ে একটি হলুদ আকৃতির রেখা দৌড়ে চলে যাবে এবং প্রদর্শিত বিজ্ঞাপনের উপরে close-এ ক্লিক করুন, এরপর আপনার কাজ শেষ, এছাড়াও এ ধরনের একই রকম একটি ভাল পিটিসি সাইট হচ্ছে ক্লিক্সসেন্স তাতে রেজিষ্ট্রেশন করুন ডানে প্রদর্শিত ক্লিক্সসেন্স এর ব্যানার থেকে। সেখানে ক্লিক করে এরপর নিওবাক্স-এ যা যা করতে বলা হয়েছে তা তা করুন। অতপর উভয় সাইটেই বিজ্ঞাপন প্রদর্শন সমাপ্তির পর আপনার একাউন্টে ১সেন্ট বা বর্তমান রেইট অনুযায়ী ৮৩পয়সা জমা হবে। প্রতিদিন উভয়ই সাইটেই প্রতি ২৪ঘন্টায় প্রায় ২০-২৫টি বিজ্ঞাপন প্রদান করবে, এভাবে দৈনিক প্রায় আধাঘন্টা কাজ করে বিনা খরচে সহজে ১৫-২০টাকা আয় করা যাবে। এভাবে সবগুলো বিজ্ঞাপনে একই নিয়মে ক্লিক করুন এবং উক্ত একই কাজ করুন। একাউন্ট চেক করার জন্য উপরে আপনার ইউজার নেম-এ ক্লিক করুন এতে আপনার আয় প্রদর্শিত হবে। আপনার একাউন্টে ২ডলার হলেই তা পায়জা/এলার্টপের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। যদি পায়জা/এলার্টপের একাউন্ট না থাকে তাহলে http://payza.com একাউন্ট খুলতে পারেন এবং নিওবাক্স থেকে উত্তোলন করতে ডানে উপরে FAQ-তে ক্লিক করুন এরপর পেমেন্ট-এ ক্লিক করুন এরপর ক্যাশআউট-এ ক্লিক করুন, তাতে আপনার একাউন্টে অটো চলে যাবে। আবার কোন কোন সাইট ম্যানিবুকার্সে পেমেন্ট দিয়ে থাকে, আপনার যদি ম্যানিবুকার্স একাউন্ট না থাকে তাহলে এখান থেকে www.moneybookers.com একাউন্ট খুলে নিতে পারেন।  এই পোষ্টের দ্বারা কেউ যদি আর্থিকভাবে সামান্যতমও উপকৃত হয় তখনই আমার স্বার্থকতা, ধন্যবাদ

No comments: