11.8.15

বিরক্তিকর ইমেইল থেকে মুক্তি পাওয়ার উপায়

বিরক্তিকর ইমেইল
আপনার ইমেইল ইনবক্স কী প্রতিদিন কয়েকশ করে ফেইসবুক সহ অন্যান্য বিরক্তিকর ইমেইল দিয়ে ভরে গেছে? কোনো সাইট এর অনেক নিউজলেটার এসে আপনার ইনবক্স ভর্তি করে ফেলছে? এই বিরক্তিকর ইমেইল ঝামেলা থেকে মুক্তি পাওয়ার উপায় নিয়েই আমার আজকের পোষ্টআসুন তাহলে দেখি কিভাবে এই অনাকাংঙ্খিত ইমেইলগুলো বর্জন করে আপনার ইনবক্স পরিষ্কার করবেন:
জি-মেইল
আপনার জিমেইলএকাউন্ট প্রবেশ করুন
. ওপরে ডানপাশে থেকে Settings ক্লিক করুন
. Filters ক্লিক করুন
. এরপর Create a new filter ক্লিক করুন
. From লেখা ঘরে ইমেইল এড্রেসটি লিখুন যেটি থেকে আপনি মুক্তি পেতে চান
যেমন: faltu@facebook.com অথবা আপনি যদি পুরো ডোমেইনটিই ব্লক করতে চান তাহলে এভাবে লিখুন *@facebook.com (@এর আগে একটি * দিতে হবে)
.  Next Step ক্লিক করুন
. ওই ইমেইল(গুলো) কি করা হবে তা সিলেক্ট করুনDelete it সিলেক্ট করলে উক্ত মেইল/ডোমেইন থেকে পাঠানো ইমেইলগুলো সরাসরি ডিলিট হয়ে ট্র্যাস জমা হবে

ইমেইলটিকে আবার আনব্লক করতে চাইলে ফিল্টারটি ডিলিট করে দিলেই হবে

ইয়াহু
একাউন্টে লগইন করুন
. এপরে ডানপাশে থেকে Options ক্লিক করুন
. ড্রপ ডাউন মেনুটি হতে More options ক্লিক করুন
. এবার সেখান থেকে Filters ক্লিক করুন
. এরপর Create or edit filters ক্লিক করুন
. Add ক্লিক করুন
. ফিল্টারটির একটি নাম দিন এবং From header লেখা ঘরে ইমেইল এড্রেসটি লিখুন যেটি থেকে আপনি মুক্তি পেতে চান
যেমন: faltu@facebook.com অথবা আপনি যদি পুরো ডোমেইনটিই ব্লক করতে চান তাহলে এভাবে লিখুন @facebook.com (খেয়াল করুনএর আগে * দেওয়া নাই)
. Move the massage to: Trash সিলেক্ট করুন এবং Save Changes ক্লিক করুন

ব্যাস আপনার কাজ শেষ
হটমে
একাউন্ট লগইন করুন
. Options ক্লিক করুন
. ড্রপ ডাউন মেনুটি হতে More options ক্লিক করুন
.  Junk e-m ail এর নিচে Safe abd blocked senders লিংক ক্লিক করুন
. Blocked senders সিলেক্ট করুন
. Blocked e-mail address or domain লেখা ঘরে ইমেইল বাশুধু ডোমেইনটি লিখুন যেমন: ‍abul@gmail.com অথবা শুধু facebook.com
 উপরুক্ত কাজগুলো অনুসরন করে আপনার -মেইল ইনবক্স পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। 

No comments: