ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই ঝুঁকি বিহীন নিম্নোক্ত নিয়ম মোতাবেক ফরেক্স থেকে আয় করুন। ইন্টারনেট থেকে আয়ের বহু মাধ্যম রয়েছে, সংক্ষেপে বলা যায় কাজ শিখে বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেটপ্লেস থেকে আয় করা যায়। তবে সবচেয়ে সহজ হলো ফরেক্স থেকে আয় করা কিন্তু ফরেক্সের নিয়ম না মানার কারণে ঝঁকিও বটে। আজ আমি যে টেকনিক শিখিয়ে দেব তা হলো ফরেক্স থেকে নিশ্চিত প্রফিট করা। আমার দীর্ঘ প্রায় 8(আট) বছরের লাভে-লসে অর্থাৎ এভারেজ প্রফিট এর সামান্য বা ক্ষুদ্র অভিজ্ঞতা অনুযায়ী ট্রেড সেট করবো। তবে ফরেক্সে আমার জানার অনেক কিছু রয়েছে, আমার মনে হয় আমি মাত্র সামান্য ফরেক্স শিখেছি, যা আমার জন্য যথেষ্ট।
তবে যারা ফরেক্স সম্পর্কে নতুন তারা প্রথমে কমপক্ষে 3-6 মাস ডেমো ট্রেড করবেন, রিয়েল একাউন্টে যে পরিমান ডিপোজিট করার জন্য মনস্থির করেছেন ঠিক সে পরিমান ভার্সুয়াল ডলার নিয়ে ডেমো ট্রেড করবেন। কমপক্ষে 3-6 মাস ডেমো ট্রেড করার পর নিজেকে রিয়েল ট্রেড করার জন্য তৈরী করবেন। মনে রাখবেন ফরেক্সে একবার ডিপোজিট হারাতে শুরু করলে, সে হারানো ডিপোজিট পুনরুদ্ধার করা খুবই কঠিন।
যারা নতুন তারা এসব সাইট থেকে ফরেক্স শিখে নিতে পারেন:
যারা নতুন তারা এসব সাইট থেকে ফরেক্স শিখে নিতে পারেন:
ফরেক্স নিউজ দেখার ভাল সাইট
‘‘সহজে ঝুঁকি বিহীন ফরেক্স থেকে আয় করুন ও 99% শক্তিশালী ফরেক্স ইন্ডিকেটর নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করুন’’
ফরেক্স প্রবাদঃ ‘‘প্রফিট না করার চেয়ে মূল ডিপোজিট বা ইকিউটি রক্ষা করাই শ্রেয়’’
তবে আমি বলবো ফরেক্স ট্রেড শুরু করতে প্রথমে নিজের আবেগ, লিভারেজ ও লট সাইজকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকতে হবে ও অল্প লাভে সন্তুষ্ট থাকতে হবে। অন্যথায় ফরেক্সে আসা উচিত হবেনা বলে আমি মনে করি। আর এ তিনটি বিষয় নিয়ন্ত্রণ করতে পারলে লাভ বা সফলতা নিশ্চিত বলে মনে করি। এ তিনটি বিষয় নিয়ে নিচে আলোচনা করা হলো।
*** এ্যানালাইসিস ছাড়া আবেগ দিয়ে নিজের মনগড়া কোন ট্রেড করা যাবেনা, তা না হলে নিশ্চিত লসের সম্মুখীন হতে হবে।
* 1:100 বা 1:200 বা সর্বোচ্চ 1:500 এর উপরে কোন লিভারেজ নির্ধারণ করা যাবেনা, তা না হলে লসের সম্মুখীন হতে পারেন। কারণ যখন লিভারেজ কম থাকবে তখন আপনি ইচ্ছা করলেও এমটি4 টার্মিনালে অতিরিক্ত ট্রেড ওপেন করতে পারবেন না; সুতরাং লসের ঝুঁকিও কম থাকবে। আমার অভিজ্ঞতা তাই বলে। আর একটি কথা বলি রাখি; তা হলো নিউজ প্রকাশিত হওয়ার সময় নিভারেজ যা নির্ধারণ থাকুকনা কেন তা কমে গিয়ে 1:200-তে চলে আসবে, এতে মার্জিন বেড়ে গিয়ে 1:200 এর সমান হয়ে যাবে অর্থাৎ এক্সনেস ব্রোকারে নিউজ প্রকাশিত হওয়ার সময় EURUSD পেয়ারে 1: 2000 লিভারেজে 0.01 লট সাইজে 0.56 মার্জিন এর স্থলে প্রায় 10.08 ডলার মার্জিন দাঁড়াবে আর আপনি যদি 1:500 নির্ধারণ করেন তাহলে 8.40 এর স্থলেও মার্জিন প্রায় 10.08 দাঁড়াবে, কারণ তখন যে ব্যাংক ব্রোকারের মাধ্যমে আপনাকে লোন বা লিভারেজ দিয়েছে সে ব্যাংক নিউজ প্রকাশিত হওয়ার সময় তাদের লিভারেজ নিয়ে গিয়ে ব্যাংক নিজেই ট্রেড করে। বলে রাখি নিউজ দেখবেন Forexfactory.com-এ। অত:পর লিভারেজ সর্বদা 1:200 এর উপরে ব্যবহার করা উচিত নয়, 1:100 ব্যবহার করলে আরো ভালো তাহলে লোকসানের ঝুঁকি থেকে বাঁচা যায়।
* প্রতি 100ডলার ডিপোজিটের বিপরীতে 0.01 (শূন্য দশমিক শূণ্য এক সেন্ট) লট সাইজে ট্রেড ওপেন করতে হবে। যদি 100ডলারের নিচে ডিপোজিট হয় তাহলে সেন্ট বা মাইক্রো একাউন্ট ব্যবহার করতে হবে। যদি নিজের মধ্যে লট সাইজ কন্ট্রোল করার ক্ষমতা না থাকে বা কন্ট্রোল করতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই লিভারেজ কন্ট্রোল করতে হবে অর্থাৎ লিভারেজ কম রাখতে হবে, সর্বোচ্চ 1:200 এর উপরে ব্যবহার করা উচিত নয়।
ট্রেড শুরুর প্রথমে ব্রোকার বাছাই বা ব্রোকার পছন্দ করা একটি মূখ্য বিষয়। যেনতেন ব্রোকারে ট্রেড করা যাবেনা, কিছু ব্রোকার আছে একাউন্ট খোলার সাথে সাথে কাষ্টমার সাপোর্ট থেকে ডিপোজিট করার জন্য কেবল ফোন করতে থাকবে, যেমন বলবে আপনি কত ডলার ডিপোজিট করবেন, কোন দিন ডিপোজিট করবেন, এভাবে আপনাকে মোবাইলে ফোন করে বিরক্ত করবে, এজাতীয় ব্রোকার ফেইক ব্রোকার, এধরণের ব্রোকারে একাউন্ট খোলা যাবেনা ও ডিপোজিট করা যাবেনা। এছাড়াও ডিপোজিট হয়ে গেলে তারা নানা শর্তে আপনার ডিপোজিট আটকে রাখবে। তাই জনপ্রিয় ও রেগুলেটেট বা প্রয়োজনে কমপক্ষে 5বছরের অভিজ্ঞ ট্রেডার থেকে ধারণা নিয়ে ব্রোকার বাছাই করবেন অথবা আপনি ওয়েব সাইট ভিজিট করে ব্রোকারের রিভিউ, উড্র অপশন ও উড্র প্রসেস টাইম ও রেগুলেটরি সার্টিফিকেট দেখে নিবেন। যা হোক আমার দেখা ও দীর্ঘ 10বছরের অভিজ্ঞতায় বলবো ভাল রিভিউযুক্ত ও পছন্দীয় ব্রোকার হলো তিনটি তারা শুরুর থেকে অদ্যাবদি পর্যন্ত ভাল সাপোর্ট ও ভাল লেনদেন করে আসছে।
1। Exness (ইন্সট্যান্ট উত্তোলন ও ডিপোজিট সুবিধা- ইন্সট্যান্ট উত্তোলন ও ডিপোজিটের জন্য জনপ্রিয়তার শীর্ষে)
2। হটফরেক্স (ইন্সটেন্ট উত্তোলন ও ডিপোজিট সুবিধা- একাউন্ট ভেরিফিকেশন বাধ্যতামূলক, তাই একাউন্ট সিকিউরিটি স্ট্রং)
Hotforex mt4 Download
Hotforex withdrawals option bellow:
3। ইন্সট্রা ফরেক্স (যাদের ডিপোজিট অল্প বা 100ডলারের কম তাদের জন্য জনপ্রিয় ব্রোকার)
আপনি যেকোন একটিতে একাউন্ট খুলুন বা আপনি উভয় ব্রোকারও একাউন্ট খুলতে পারেন। তবে আমি পরামর্শ দেবো এক্সনেস বা হটফরেক্সে একাউন্ট খোলার জন্য তবে কোনটাতে খুলবেন তা আপনার ইচ্ছা। একাউন্ট খোলার পর ন্যাশনাল আইডি কার্ড বা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে একাউন্ট ভেরিফাই করে নিন। হটফরেক্সে ভেরিফাই হলে মেইল করে জানিয়ে দিবে আর এক্সনেস ব্রোকারে সাথে সাথে ফেরিফাই দেখতে পারবেন।
সহজে বলতে গেলে বলা যায় মার্কেট যখন খুব উপরে ও খুব নিচে অবস্থান করে নিম্নোক্ত ক্যান্ডেল সৃষ্টি করে তখন নিশ্চিতভাবে ডে ক্যান্ডেলে উপরোক্ত পদ্ধতিতে বাই অথবা সেল পেনডিং অর্ডার সেট করুন। তবে ম্যানি ম্যানেজমেন্ট মেনে অর্থাৎ ডিপোজিট অনুসারে পেনডিং লট সাইজ সেট করবেন।
যে ক্যান্ডেল পড়লে মার্কেট মোভমেন্ট করে
যেমনঃ
Download bellow link Some Best free indicator:
3। ইন্সট্রা ফরেক্স (যাদের ডিপোজিট অল্প বা 100ডলারের কম তাদের জন্য জনপ্রিয় ব্রোকার)
আপনি যেকোন একটিতে একাউন্ট খুলুন বা আপনি উভয় ব্রোকারও একাউন্ট খুলতে পারেন। তবে আমি পরামর্শ দেবো এক্সনেস বা হটফরেক্সে একাউন্ট খোলার জন্য তবে কোনটাতে খুলবেন তা আপনার ইচ্ছা। একাউন্ট খোলার পর ন্যাশনাল আইডি কার্ড বা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে একাউন্ট ভেরিফাই করে নিন। হটফরেক্সে ভেরিফাই হলে মেইল করে জানিয়ে দিবে আর এক্সনেস ব্রোকারে সাথে সাথে ফেরিফাই দেখতে পারবেন।
এরপর আপনার আয় করা শুরু।
প্রথমে বলে রাখি, পেনডিং অর্ডার ছাড়া কোন ধরণের মার্কেট এক্সিকিউশন বা ইন্সট্যান্ট অর্ডার করা যাবেনা। সব অর্ডার হবে পেনডিং অর্ডার। পেনডিং অর্ডার হবে দুই ধরণের
1। ক্যান্ডেল ব্রেকআউট অর্ডার
2। ক্যান্ডেল এনালাইসিস অর্ডার।
তবে মার্কেটের ট্রেন্ড বুঝে অর্ডার সেট করতে হবে, ট্রেন্ড হলো রশি টানাটানির মত; একটি রশির একদিকে 5জন রশি ধরলো ও অপরদিকে 10জন রশি ধরলো, যদি দুই দিকে শক্তি দিয়ে টানলে যেদিকে লোক বেশি সেদিকে রশি চলে যাবে, অর্থাৎ যেদিকে ট্রেডার বা ট্রেড বলিয়াম বেশি মার্কেট সেদিকে মুভ করবে। তাই ট্রেন্ড দেখা জরুরী অর্থাৎ মাস ও সপ্তাহ টাইমফ্রেম দেখে বা মাস ও সপ্তাহ টাইম ফ্রেমে যেদিকে মার্কেটের ট্রেন্ড সেদিকে ডে টাইম ফ্রেমে অর্ডার সেট করতে হবে। তবে সর্বদাই ডে টাইমফ্রেমে অর্ডার সেট করাই উত্তম।
যেমন:
প্রথমে কাজ হলো যেসব পেয়ারে বা দুইটি কারেন্সি পেয়ারের মধ্যে স্প্রেড সর্বোচ্চ কম বা 15-30 পিপস(সেন্ট) এর নিচে সেসব কারেন্সি পেয়ার সমূহ এমটি4 টার্মিনালে ওপেন করুন। এরপর সব পেয়ারে ডে টাইমফ্রেম সেট করুন।
যেমন:
ট্রেন্ড ছবি-1
ট্রেন্ড ছকি-2
ট্রেন্ড ছকি-3
যেমন:
এরপর আগের দিনের ক্লোজ হওয়া ডে ক্যান্ডেলে সর্বোচ্চ আপ এর 20-30(তিন) পিপস বা সেন্ট যোগ করে উপরে মাত্র 50(5) পিপস বা সেন্ট টিপি ও 3-5(300-500পিপস) ডলার এসএল ও 20(2পিপস)সেন্ট ট্রেইলিং নির্ধারণ করে পেনডিং অর্ডার সেট করুন।
একইভাবে আগের দিনের ক্লোজ হওয়া ডে ক্যান্ডেলে সর্বোচ্চ ডাউনের 20-30(দুই-তিন) পিপস বা সেন্ট যোগ করে 50(5পিপস) সেন্ট নিচে 50(5পিপস)সেন্ট টিপি ও 3-5(300-500পিপস) ডলার এসএল ও 20(2পিপস) সেন্ট ট্রেইলিং নির্ধারণ করে পেনডিং অর্ডার সেট করতে হবে।
এভাবে প্রতিটি পেয়ারে বা কমপক্ষে 20টি পেয়ারে পেনডিং অর্ডার সেট করুন ডে ব্রেকআউটের জন্য। বলা যায় ডে ব্রেকআউটে নিশ্চিত গড়ে প্রফিট আসবে। যদি 10টি পেয়ারে ব্রেকআউট করে তাহলে কমপক্ষে 8-9টি পেয়ারে টিপি হিট করবে ও 1-2টি পেয়ারে এসএল হিট করবে, হয়ত সকল পেয়ারে ব্রেকআউট হতে পারে। যাহোক বাকি 10টি পেয়ারে অর্ডার টাস নাও করতে পারে, এতে কোন সমস্যা নাই। সেক্ষেত্রে ঐদিন রাত 10টার পর এসব পেনডিং অর্ডার ডিলেট করে দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 80% অর্ডার টিপি হিট করে। আবার মাঝে মধ্যে দেখা যায় 100% অর্ডারই টিপি হিট করেছে। বলা বাহুল্য যে, ডে ব্রেকআউট অর্ডারে প্রফিট কম হোক কিন্তু কোন দিনই average লস হবেনা।
যে ক্যান্ডেল পড়লে মার্কেট মোভমেন্ট করে
যেমনঃ
ছবি-1
ছবি-2
ছবি-3
ছবি-4
ছবি-5
ছবি-6
ছবি-7
ছবি-8
ছবি-9
ছবি-10
ছবি-11
ছবি-12
ছবি-13
ছবি-14
এভাবে পেনডিং অর্ডার সেট করুন। কোনভাবেই ইন্সট্যান্ট বা মার্কেট এক্সিকিউশন অর্ডার করা যাবে না। প্রতিদিন সকাল 7টা থেকে 8টার মধ্যে অর্ডার সেট করতে হবে। রাত দশটায় টার্মিনাল ওপেন করে সব অর্ডার ক্লোজ করে দিতে হবে। মার্কেট বন্ধের দিন অর্থাৎ শুক্রবারে বিকাল পাঁচটার মধ্যে সকল অর্ডার ক্লোজ করে দিতে হবে। আর মার্কেট খোলার দিন অর্থাৎ সোমবারে ডে টাইম ফ্রেমে পেনডিং অর্ডার সেট করা একটু কঠিন তাই সোমবার 4ঘন্টা টাইমফ্রেমে অর্ডার সেট করুন।
দেখবেন কখনোই গড়ে লাভ ছাড়া লস হবেনা।
Download bellow link Some Best free indicator:
Junet RSI-D&C TF-H4/Daily
currency-meter-indicator TF-Any
currency-meter-indicator useVideo
NFX_Profit_level-2 TF-H4
BOW Indicator V2.0 REMASTERED TF-H4/Daly
No comments:
Post a Comment