Best Micro Freelance Marketplace
কোন রকম বিড ছাড়া ছোট ছোট কাজ করে আয় করতে পারেন, মাইক্রোজবস এর জন্য সবচেয়ে সেরা 2টি সাইট হলো www.jobboy.com ও www.microworkers.com 10ডলার হলেই উত্তোলন করতে পারবেন। প্রতিদিন জব পরিবর্তন হয় বা নতুন নতুন জব পোষ্ট হয়।তাই প্রতিদিন একাউন্ট চেক করতে হবে।
আমার একাউন্টের কিছু ছবি।তবে মনে রাখতে হবে সঠিকভাবে বুঝে কাজ করতে হবে। কারণ যেনতেনভাবে কাজে প্রুফ বা স্ক্রীনসট সাবমিট করলে বায়ার তা রিজেক্ট করে দিবে ও প্রোফাইল সাকসেস রেইট প্রতি রিজেক্ট জবের জন্য এক করে কমতে থাকবে। লাল ডানে Review এর ঘরে সবুজ চিহ্নিত জব গুলো বায়ার গ্রহণ করেছে ও পেমেন্ট করেছে এবং লাল চিহ্নিত জব গুলো বায়ার কর্তৃক রিজেক্ট করা হয়েছে ও পেমেন্ট দেওয়া হয়নি এছাড়াও প্রোফাইল সাকসেস রেট 1% করে কমে গিয়েছে।আমার আয়-দৈনিক সময় দিয়েছি মাত্র বিশ মিনিট থেকে 30মিনিট
বর্তমান কিছু জবের তালিকা-জব প্রতিদিন পোষ্ট হয়-এ তালিকা পরিবর্তনশীল
সম্পাদিত কিছু জবের তালিকা (লাল চিহ্নিত জব গুলো সঠিকভাবে সাবমিট না হওয়ায় বায়ার কর্তৃক রিজেক্ট করা হয়েছে ও পেমেন্ট দেওয়ার হয়নি)
========================================================================
Microworkers
No comments:
Post a Comment